AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

চোটের কারণে ভারতের পর পাকিস্তানের বিরুদ্ধেও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপার ফোরের বাঁচা-মরার লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক।

টাইগারদের একাদশে আনা হয়েছে তিনটি পরিবর্তন। অন্যদিকে পাকিস্তান কোনো পরিবর্তন ছাড়াই নামছে ব্যাটিংয়ে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

ভারতের বিপক্ষে গতকাল হেরে যাওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘অঘোষিত সেমিফাইনাল’। অবশ্য শুধু বাংলাদেশের জন্য নয়, প্রতিপক্ষ পাকিস্তানেরও। দুবাইয়ে যে দল জিতবে তারাই আগামী ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

এমন বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলি অনিক।

পাঁজোরের চোটের কারণে আজও একাদশে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস।

একাদশে আজ তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুমকে বাদ দিয়ে একাদশে নিয়েছে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদকে। অন্যদিকে সর্বশেষ একাদশ নিয়েই মাঠে নামবে পাকিস্তান।


বাংলাদেশের একাদশ— পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের একাদশ- সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।


একুশে সংবাদ/এ.জে

Link copied!