AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিশাদের ঘূর্ণিতে ছোট পুঁজি নিয়েও দুর্দান্ত জয় বাংলাদেশের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৪৮ পিএম, ১৮ অক্টোবর, ২০২৫

রিশাদের ঘূর্ণিতে ছোট পুঁজি নিয়েও দুর্দান্ত জয় বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর ঘুরে দাঁড়াল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

শনিবার (১৮ অক্টোবর) টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২০৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয় এবং অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ৩৯ ওভারে ১৩৩ রানে। দলের হয়ে একাই বল হাতে তাণ্ডব চালান তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন, যিনি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফাইফারসহ নেন ৬ উইকেট— যা কোনো বাংলাদেশি স্পিনারের ওয়ানডেতে সর্বোচ্চ বোলিং ফিগার।

প্রথম উইকেটের জুটিতে ৫১ রান তোলা ক্যারিবীয়রা এরপর হঠাৎ ছন্দ হারায়। ২৭ রানে আলিক আথানজেকে আউট করে রিশাদই ভাঙেন ওপেনিং জুটি। এরপর একে একে ফেরান কেসি কার্টি (৯), ব্রেন্ডন কিং (৪৪), রাদারফোর্ড (০), রোস্টন চেজ (৬) ও সর্বশেষ জাইডেন সিলসকে।

রিশাদের নিখুঁত লেগস্পিনে বিপর্যস্ত ক্যারিবীয় ব্যাটাররা শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়তে পারেনি। ইনিংসের শেষ ওভারে মেহেদি হাসান মিরাজের হাতে ধরা পড়ে শেষ উইকেটটিও তুলে নেন রিশাদ।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেন তানভীর ইসলাম, তিনি শিকার করেন ২টি।

এই জয়ে ওয়ানডেতে দীর্ঘদিন পর স্বস্তি ফিরে পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার একই ভেন্যুতে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!