“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস।
রোববার (২০ অক্টোবর) সকালে জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জহির আহমেদ, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন জেলার বিভিন্ন পরিসংখ্যানগত তথ্য তুলে ধরেন এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় জানানো হয়, লক্ষ্মীপুর জেলায় বেকারত্বের হার ৩৯ শতাংশ এবং দারিদ্র্যের হার ১৫ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে উপকূলীয় রামগতি উপজেলায় দারিদ্র্যের হার সবচেয়ে বেশি—২৫ দশমিক ৯ শতাংশ।
একুশে সংবাদ/এ.জে