প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাবে চা বিরতি পর্যন্ত মাত্র ১৬ ওভারে দুই উইকেটে ১৩৮ রান করেছে ভারত। টাইগারদের চেয়ে মাত্র ৯৫ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে পাগলাটে শুরু করেন রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। নিজের খেলা প্রথম দুই বলেই ছক্কা হাঁকান রোহিত। জসওয়ালও ছেড়ে কথা বলেননি। দুজনের ব্যাটে মাত্র ৩ ওভারে ৫১ রানে পৌঁছায় ভারত। যা টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮০ রান।
রানের গতি আটকাতে চতুর্থ ওভারেই স্পিনার আনেন ক্যাপ্টেন শান্ত। ফলও মেলে দ্রুত। চার খেয়ে শুরু করলেও পঞ্চম বলেই রোহিতকে বোল্ড করেন মিরাজ। মাত্র ১১ বলে ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
রোহিত ফিরলেও আক্রমণ চালিয়ে যেতে থাকেন জসওয়াল। মাত্র ৩১ বলে অর্ধশতক পূরণ করেন এ ওপেনার। যা বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। সেঞ্চুরির পথে থাকা এ ব্যাটারকে ৭২ রানে বোল্ড করেন হাসান।
সেশনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি ভারত। শুভমান গিল ৩৭ ও রিশাভ পান্ট ৪ রানে ব্যাট করছেন।
এর আগে তিন উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামে বাংলাদেশ। মুমিনুল হক ছাড়া কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ১০৭ রানে অপরাজিত থাকেন এ ব্যাটার। এর আগে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ত্রয়োদশ সেঞ্চুরি।
দলের অন্য ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে টেইল এন্ডাররাও উপহার দেয় হতাশা। মাত্র ৯ রানে শেষ চার উইকেট হারায় বাংলাদেশ। ভারতের হয়ে বুমরাহ তিনটি, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে এবং রবীন্দ্র জাদেজা একটি উইকেট শিকার করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :