মৌসুম শুরুর আগে ইতালিয়ান ক্লাব বোলোগনা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন জশুয়া জিরকজি। নেদারল্যান্ডসের এই ফুটবলার রেড ডেভিলদের হয়ে নিজের অভিষেক ম্যাচে করলেন বাজিমাত। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে গোল করে ১-০ ব্যবধানে দলকে জয় এনে দিলেন।
ওল্ড ট্রাফোর্ডে শুক্রবার রাতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। খেলার শেষদিকে ৮৭ মিনিটের মাথায় আলেসান্দ্রো গার্নাচোর ক্রসে বল নিয়ে বাঁ-পায়ের শটে জিরকজি লক্ষ্যভেদ করেন।
চলতি বছর ইউরো চ্যাম্পিয়নশিপে ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। তুরস্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। ডাচ বাবা ও নাইজেরিয়ান মায়ের সন্তান জিরকজি নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলগুলোতেও খেলেছিলেন।
বায়ার্ন মিউনিখের হয়ে ২০১৯ সালে তিনি সিনিয়র পর্যায়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালে ধারে ইতালিয়ান ক্লাব পারমা ও একই বছর ডাচ দল আন্ডারলেখ্টে খেলেন। পরের বছর বায়ার্ন থেকে বোলোগনায় স্থায়ী ফুটবলার হিসেবে যোগ দেন।
ম্যানচেস্টার ইউনাইটেড তরুণ এই স্ট্রাইকারের সঙ্গে ৪০ মিলিয়নের বেশি দামে ছয় বছরের জন্য চুক্তি স্বাক্ষর করে। ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

