AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জ রতনকান্দিতে ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ঘরবাড়ি-ফসল লণ্ডভণ্ড


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৭:০১ পিএম, ১৫ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ রতনকান্দিতে ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ঘরবাড়ি-ফসল লণ্ডভণ্ড

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা গ্রামে ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টির কারণে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে হঠাৎ ঘন মেঘে আকাশ অন্ধকার হয়ে আসার পর প্রবল বৃষ্টির সঙ্গে ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড় শুরু হয়।

প্রাকৃতিক এই দুর্যোগে গ্রামের বেশ কিছু পরিবারের রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘর আংশিক কিংবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন—ঠান্ডু, রফিকুল, আব্দুল মান্নান, মহির, হামিদ, সাকমান, আনোয়ার, রহমত, খুকি ও আব্দুল আলিমসহ অন্তত ১০-১২ জন গ্রামবাসী।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, “আমার রান্নাঘর ও গোয়ালঘরের ছাউনি পুরোপুরি উড়ে গেছে। ঘরের মধ্যে পানি ঢুকে সব কিছু ভিজে নষ্ট হয়ে গেছে।”

আব্দুল আলিম জানান, “ঘরের একটি দেয়াল ভেঙে পড়েছে। স্ত্রী-সন্তান নিয়ে এখন কোথায় থাকবো, বুঝতে পারছি না।”

ঘূর্ণিঝড়ে এলাকার একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে, ফলে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি অনেক গাছপালা ভেঙে পড়ে এবং মাঠের ফসল ব্যাপক ক্ষতির শিকার হয় বলে জানান স্থানীয় কৃষক আনোয়ার হোসেন।

রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মেজবাহ বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, এলাকাবাসীর অভিযোগ—ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পরও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। ফলে পানি সংকটসহ নিত্যপ্রয়োজনীয় কাজেও ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

একুশে সংবাদ/সি.প্র/এ.জে

Link copied!