AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহাম্মদপুরে গুলি ও পিটিয়ে দুইজনকে হত্যা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫:৩৩ এএম, ১৭ জুলাই, ২০২৫

মোহাম্মদপুরে গুলি ও পিটিয়ে দুইজনকে হত্যা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পৃথক ঘটনায় একজনকে গুলি করে ও আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটি বায়তুল মামুর জামে মসজিদের সামনে। সেখানকার স্থানীয় মো. ইব্রাহিম (৩২) নামে একজনকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় জনতা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতরা হলেন মো. রুবেল (৩৫) ও সজিব (৩২)।

পুলিশ সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে স্থানীয়ভাবে সালিশ চলাকালীন রুবেল ও সজিব তাদের সঙ্গে থাকা পিস্তল দিয়ে ইব্রাহিমকে গুলি করে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা তাদের ধরে ফেলে এবং পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আল-আমিন ওরফে ‘পাতা আল-আমিন’ (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আল-আমিনের পরিচয় সম্পর্কে জানা গেছে, তিনি মোহাম্মদপুরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান।

বর্তমানে উভয় ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

 

একুশে সংবাদ/ইন.ট/এ.জে

Link copied!