কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে হতাশাজনক পারফরম্যান্সের পর দিন শেষে শ্রীলঙ্কার কাছে ৫৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুতেই কিছুটা স্বস্তি এনে দিয়েছেন বাংলাদেশের দুই বোলার—তাইজুল ইসলাম ও নাহিদ রানা।
দিনের ষষ্ঠ ও অষ্টম ওভারে দুটি মূল্যবান উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পরে তার সঙ্গে উইকেট শিকারে যোগ দেন পেসার নাহিদ রানা। তাতেই ৩৩৫ রানে স্বাগতিকদের পঞ্চম উইকেটের পতন ঘটে।
প্রথমে তাইজুল ফেরান ইনফর্ম ওপেনার পাথুম নিশাঙ্কাকে। আগের গল টেস্টে ১৮৭ রানের ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটার এদিন থামেন ১৫৮ রানে। ২৫৪ বলের ইনিংসটি সাজান ১৯টি চারে। শর্ট কাভারে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়েন তিনি, তাইজুলের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে।
পরের ওভারে আবারও সাফল্য পান তাইজুল। এবার তিনি লেগ বিফোর করেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি, ৭ রানেই ফিরতে হয় তাকে।
এরপর আক্রমণে আসেন নাহিদ রানা। তার প্রথম উইকেট হয়ে ফেরেন নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া। রানার বাউন্সি ডেলিভারিতে ব্যাট চালিয়ে স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন প্রবাথ। দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি হওয়া এই ফিল্ডিংয়ে তার ইনিংস থামে ১০ রানে। কলম্বো টেস্টে রানার এটি প্রথম উইকেট, গল টেস্টেও উইকেটশূন্য ছিলেন তিনি।
এর আগে দিনের শুরুতেই নিজের ১৫০ পূর্ণ করেন নিশাঙ্কা। দিন শুরুর পর থেকে উইকেট হারালেও ক্রিজে টিকে আছেন কামিন্দু মেন্ডিস। তিনি এখন ২১ রানে অপরাজিত। এই মুহূর্তে শ্রীলঙ্কার লিড দাঁড়িয়েছে ১৩৭ রানে।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তাইজুল নিয়েছেন ৩ উইকেট এবং নাহিদ রানার ঝুলিতে যুক্ত হয়েছে ১টি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

