AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪৩ পিএম, ১৬ জুলাই, ২০২৫

ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বুধবার (১৬ জুলাই) সকালে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।

সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। তবে এবারের সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি)-এর অংশ নয়, দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে এই সিরিজ আয়োজন করা হয়েছে।

এই সফরে পাকিস্তানের স্কোয়াডে নেই বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। বিশ্রামে আছেন অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহীন শাহ আফ্রিদি। চোটের কারণে দলে নেই হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং অলরাউন্ডার শাদাব খান। এবারকার ১৫ সদস্যের দলে বেশ কয়েকজন নতুন মুখ দেখা যাবে। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন দুই তরুণ পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:

  • প্রথম ম্যাচ: ২০ জুলাই

  • দ্বিতীয় ম্যাচ: ২২ জুলাই

  • তৃতীয় ম্যাচ: ২৪ জুলাই

সবগুলো ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সফর শেষে ২৫ জুলাই ঢাকা ছাড়বে পাকিস্তান দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে সিরিজের টিকিট অনলাইনে কেনা যাচ্ছে। একজন দর্শক তার অ্যাকাউন্ট থেকে প্রতি ম্যাচের সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। সর্বনিম্ন টিকিটের মূল্য ৩০০ টাকা, আর সর্বোচ্চ টিকিটের মূল্য ৩৫০০ টাকা। অনলাইনে টিকিট শেষ হয়ে গেলে অবশিষ্ট টিকিট স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথ থেকে সংগ্রহ করা যাবে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দলের এই সিরিজ ঘিরে জমজমাট লড়াইয়ের আশা করছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!