AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৫২ পিএম, ২ জুলাই, ২০২৫

এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা করে নিল বাংলাদেশ

বাহরাইনকে বড় ব্যবধানে হারিয়ে এবং এরপর মিয়ানমারের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ফুটবল দল। এবারই প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।

বুধবার (২ জুলাই) ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের মূলপর্বে খেলা। কারণ, এই ড্রয়ের ফলে তুর্কমেনিস্তানের পয়েন্ট দাঁড়ায় মাত্র ১, যা তাদের বাকি থাকা ম্যাচ থেকেও উত্তরণ অসম্ভব করে তোলে।

এএফসি নিয়ম অনুযায়ী, পয়েন্ট সমান হলে গোল ব্যবধান নয়, আগে বিবেচনা করা হয় দলগুলোর মুখোমুখি লড়াইয়ের ফলাফল। সেই হিসেবে, বাহরাইন ও মিয়ানমার বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও তাদের পক্ষে শীর্ষস্থান পাওয়া সম্ভব ছিল না। ফলে শেষ ম্যাচের ফলাফলের আর কোনো গুরুত্ব থাকল না।

বাংলাদেশের বাঘিনীরা তাদের প্রথম ম্যাচে বাহরাইনকে উড়িয়ে দেয় ৭-০ গোলে। এরপর দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে হারায় ২-১ ব্যবধানে। অন্যদিকে মিয়ানমার তুর্কমেনিস্তানকে হারায় ৮-০ গোলে, আর তুর্কমেনিস্তান বাহরাইনের সঙ্গে ড্র করে ২-২ গোলে। দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে, মিয়ানমার ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, ১ পয়েন্ট করে নিয়ে বাহরাইন ও তুর্কমেনিস্তান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

এই অর্জন বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটি মাইলফলক। এর আগে কোনো আসরের বাছাইপর্বে ম্যাচ জয়ের অভিজ্ঞতা ছিল না। কিন্তু এবার পিটার বাটলারের অধীনে দল দেখিয়েছে চমৎকার পারফরম্যান্স, যা তাদের এশিয়ার শ্রেষ্ঠ ১২ দলের ভেতরে জায়গা করে দিয়েছে।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ২১তম এএফসি নারী এশিয়ান কাপ। আয়োজক দেশসহ চারটি দল ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে। বাকি আটটি দল উঠে এসেছে বাছাইপর্বের আটটি গ্রুপ থেকে। সেখানে ‘সি’ গ্রুপ জয় করে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা, আফঈদারা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!