গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের allegedly সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে আবার মান্নান হলের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘গোপালগঞ্জে হামলার জবাব চাই’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগান দেন।
মিছিলে ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের সমর্থক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “আমরা গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে, শান্তিপূর্ণ সমাবেশে হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। গোপালগঞ্জের ঘটনার বিচার চাই।”
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে