শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
বুধবার (১৬ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শরিফুল ইসলামের প্রথম ওভারের আঘাতে শ্রীলঙ্কার বিপর্যয় শুরু। এরপর শেখ মেহেদী হাসানের দুর্দান্ত স্পিন লাইনআপ একপ্রকার ধসিয়ে দেয়।
মেহেদী ৪ ওভারে মাত্র ১১ রান খরচায় নেন ৪ উইকেট। ফিরিয়েছেন কুশল পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও ৪৬ রান করা নিশাঙ্কাকে। শরিফুল, মুস্তাফিজ ও শামীম পাটোয়ারি নেন একটি করে উইকেট। শেষ দিকে দাসুন শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানে ভর করে লঙ্কানরা থামে ১৩২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই পারভেজ ইমন ফেরেন শূন্য রানে। তবে এরপর লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ৭৪ রানের জুটি দলের ভিত গড়ে দেয়। লিটন করেন ৩২ রান।
তানজিদ হাসান তামিম অপরাজিত ৭৩ রান করে দলের জয় নিশ্চিত করেন। তার ৪৭ বলের ইনিংসে ছিল বেশ কিছু দুর্দান্ত স্ট্রোক। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয় (২৫ বলে অপরাজিত ২৭)।
বাংলাদেশ জয় নিশ্চিত করে ২২ বল হাতে রেখেই।
এই জয়ের মাধ্যমে লিটন দাসের অধিনায়কত্বে প্রথম সিরিজ জয় এবং শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়—দুটি অর্জনই স্মরণীয় করে রাখলো টাইগাররা। ম্যাচসেরা শেখ মেহেদী হাসান।
একুশে সংবাদ/এ.জে