AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:২৯ এএম, ১৭ জুলাই, ২০২৫

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সরকারের অন্যতম শরিক দল অতি-গোঁড়া শাহস পার্টি আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৬ জুলাই) দলটি জানায়, ইহুদি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনাসেবার আইনের বিরোধিতা করে তারা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই নেতানিয়াহুর আরেকটি শরিক দলও জোট থেকে সরে যায়। ফলে সংসদ নেসেটে নেতানিয়াহু এখন সংখ্যাগরিষ্ঠতা হারালেন।

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর জন্য সরকার পরিচালনা আরও কঠিন হয়ে পড়বে। তবে শাহস পার্টি জানিয়েছে, তারা সরাসরি এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে সরকার পতন ঘটে। গুরুত্বপূর্ণ কিছু আইনে তারা সহায়তা করবে বলেও জানায়।

এদিকে চলতি মাসের শেষ দিকে ইসরায়েলি সংসদ নেসেট তিন মাসের জন্য বিরতিতে যাচ্ছে। ফলে আগামী কয়েক মাসের মধ্যে নেতানিয়াহুর সরকার পতনের সম্ভাবনা আপাতত নেই।

শাহস পার্টির জোট ছাড়ার পর বিরোধীদলীয় নেতা এক ভিডিও বার্তায় বলেছেন, এখন নেতানিয়াহু ‘সংখ্যাগরিষ্ঠতা-বিহীন অবৈধ সরকার’ পরিচালনা করছেন। এই সরকার আর গাজা যুদ্ধ, সৌদি আরব কিংবা সিরিয়ার সঙ্গে কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেয়ার মতো বৈধতা রাখে না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী নেতার দাবি, নেতানিয়াহুর সরকার কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!