AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাফটাইমে বদলে গেল ভেন্যু, বাংলাদেশ-ভুটান ম্যাচে বিরল ঘটনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২০ পিএম, ১৫ জুলাই, ২০২৫

হাফটাইমে বদলে গেল ভেন্যু, বাংলাদেশ-ভুটান ম্যাচে বিরল ঘটনা

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়, আর দ্বিতীয়ার্ধ খেলানো হয়েছে সেই স্টেডিয়ামের পাশের অনুশীলন মাঠে। বাংলাদেশে এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ দুই ভিন্ন মাঠে হওয়ার নজির নেই। ফুটবল বিশ্বেও এমন ঘটনা বিরল।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় শুরু হয় বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচ। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। তবে হাফটাইমের পর বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী হয়নি।

May be an image of 5 people, people playing American football, people playing football and text

অবশেষে দুই দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়— কিংস অ্যারেনার পাশের অনুশীলন মাঠে দ্বিতীয়ার্ধ শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। অনুশীলন মাঠটি টার্ফের তৈরি হওয়ায় বৃষ্টির পানি জমে না। উল্লেখ্য, বিশ্বকাপ দল অস্ট্রেলিয়াও এই মাঠে অনুশীলন করেছে।

এবারের বর্ষায় নিয়মিত বৃষ্টির কারণে কিংস অ্যারেনার মাঠ কাদায় ভরে থাকছে, এতে খেলোয়াড়দের চোটের ঝুঁকি বাড়ছে। আজকের ম্যাচেও মাঠের এমন অবস্থায় খেলোয়াড়রা বেশ ভোগান্তিতে পড়েন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!