গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে শিক্ষার্থীরা পদ্মা সেতু উত্তর থানার সামনে মহাসড়ক অবরোধ করেছেন।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন খানবাড়ি এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে সরকারী লৌহজং কলেজ, শ্রীনগর সরকারি কলেজ ও মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের নেতা ইব্রাহিম নীরব।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সড়কে শ্লোগান দেন এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান। হঠাৎ সড়ক অবরোধের কারণে ঢাকা-মাওয়া মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা现场ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করলে বিকেল ৫টা ৩০ মিনিটে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এক শিক্ষার্থী বলেন, “নির্বাচনের আগে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিপূর্ণ সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছেন পদ্মা সেতু উত্তর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে