হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে স্প্যানিশ লা লিগা মৌসুমের শুরুতে মাঠে নামতে পারছেন না রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার এডুয়ার্ডো কামভিঙ্গা।স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ফরাসি এই তারকা অন্তত সাত সপ্তাহের জন্য মাঠের থেকে ছিটকে গেছেন। সেপ্টেম্বর ও অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের প্রথম দিকের ম্যাচগুলোতেও হয়তো তিনি খেলতে পারবেন না।
মাদ্রিদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেশ কিছু পরীক্ষার পরে এডুয়ার্ডো কামভিঙ্গার বাম হাঁটুর লিগামেন্ট ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
মঙ্গলবার অনুশীলন সেশনে কামভিঙ্গা ইনজুরিতে আক্রান্ত হন। সতীর্থ অরেলিয়েন টিচুয়ামেনির সাথে সংঘর্ষে তার বাম হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।এবারের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ থেকে অবসর নিয়েছেন তারকা মিডফিল্ডার টনি ক্রুস। নতুন মৌসুমকে সামনে রেখে কামভিঙ্গার ইনজুরিতে স্প্যানিশ ও ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের মধ্যমাঠ ঘিড়ে বড় একটি দু:শ্চিন্তা দেখা দিয়েছে। রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :