জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত সাম্প্রতিক আলোচিত সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শনের আয়োজন করা হয়। এতে অংশ নিতে সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
গত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর সরিষাবাড়ীর আরামনগর বাজারে উপজেলা বিএনপির পুরাতন কার্যালয়ের সামনে এই ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রজেক্টরের বড় পর্দায় তারেক রহমানের দুই পর্বের পুরো সাক্ষাৎকার প্রদর্শিত হলে সেখানে হাজারো মানুষ জড়ো হয়ে তা উপভোগ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর–৪ (সরিষাবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ফরিদুল কবির তালুকদার শামীম।
এ সময় উপস্থিত ছিলেন—
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
প্রদর্শনীস্থলে উপস্থিত দর্শনার্থীরা জানান, তারেক রহমানের এই সাক্ষাৎকারে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর বক্তব্য জনগণের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।
একুশে সংবাদ/এ.জে