AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে জারীগান ও অশ্লীলতায় বাধা দেওয়ায় আলেমদের ওপর হামলা



শেরপুরে জারীগান ও অশ্লীলতায় বাধা দেওয়ায় আলেমদের ওপর হামলা

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ নয়াপাড়া গ্রামে জারীগান ও অশ্লীলতায় বাধা দেওয়ায় অন্তত ১৫ জন আলেম ও ধর্মপ্রাণ মুসল্লির ওপর হামলা চালানো হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই রাতে নয়াপাড়া গ্রামে একটি জারীগান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নাচ–গানসহ অশালীন আচরণ চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি দেখে এলাকার কয়েকজন আলেম ও মুসল্লি সেখানে গিয়ে আপত্তি জানান। এ সময় আয়োজকদের সঙ্গে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক আলেমদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় মাওলানা আজিজুর রহমান (বড় হুজুর), মাওলানা শাহিনুর রহমান, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা ফরিদুল ইসলামসহ ১৫ জন গুরুতর আহত হন। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চরাঞ্চল ইত্তেফাকুল উলামার সিনিয়র সহসভাপতি মাওলানা সুলতান মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আল আমিন সাদী বলেন, “আমরা কেবল ইসলামবিরোধী অশ্লীলতা বন্ধ করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু এর জেরে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এটি ধর্মপ্রাণ মানুষের জন্য গভীর উদ্বেগ ও দুঃখের বিষয়।”

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে চরবাবনা চার রাস্তা মোড়ে চরাঞ্চল ইত্তেফাকুল উলামা, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, এবং হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!