AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন



ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে সাহাপুর তারুণ্য একাদশের উদ্যোগে আয়োজিত ৪র্থ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিপুল দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে তারুণ্য সুপার সিক্স দল ১–০ গোলে টিম চায়নাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্ট আয়োজনে অগ্রণী ভূমিকা রাখেন আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খান রাব্বি, এবং কমিটির সদস্য মাহবুব শেখ ও সাফায়েত হোসেন জয়। তারা টুর্নামেন্ট সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. হাবিব শেখ।

আয়োজক কমিটির সভাপতি মহসিন হাসান খান রাব্বি বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক রুবেল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহমদ রাজন, সাবেক চেয়ারম্যান রমজান আলী খান, তরুণ সমাজসেবক টিটু হোসেন, ইউপি সদস্য এমরান হোসেন তালুকদার, মো. সায়মুন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন রাকিব, জাকির শেখ, বাবলু শেখ, রাসেল শেখ, ইমাম হোসেন, রুবেল শেখ, আবদুর কাদির লিটন, সুমন শেখ, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, কবির খান, শাহ আলম, রিয়াদ গাজী, মাসুম গাজী, আলী গাজী, সোহেল খান প্রমুখ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা আনে না, বরং তরুণ সমাজকে মাদক ও সব ধরনের অনৈতিক কাজ থেকে দূরে রাখতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হতে হবে, কারণ আজকের তারুণ্যই আগামী দিনের সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশের মূল চালিকাশক্তি।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!