জানেন কি? ধার করা ব্যাট দিয়ে বিশ্ব রেকর্ড করেন আফ্রিদি

১৯৯৬ সাল, তখন সবে মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন শহিদ আফ্রিদি।
কেনিয়ায় চারজাতির একটি ওয়ানডে টুর্নামেন্টে মাত্র দ্বিতীয় ম্যাচে নেমেই গড়ে ফেলেন দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

তখনকার পাকিস্তানের অধিনায়ক ছিলেন ওয়াসিম আকরাম। নেটে নজরকাড়া আফ্রিদি ম্যাচে নেমে ৪০ বলে ১১ ছক্কা আর ৬ চারে করেন ১০২ রান।

৩৭ বলে সেঞ্চুরি করে গড়েন রেকর্ড, সেদিন আফ্রিদি যে ব্যাট নিয়ে নেমেছিলেন সেটি ছিল ভারতের মাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের।

পাকিস্তানি বোলার ওয়াকার ইউনুস শচিন টেল্ডুলকারের কাছ থেকে ওই ব্যাটটি পেয়েছিলেন। আফ্রিদি ওই ব্যাট নিয়েই খেলতে নেমে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন।
একুশে সংবাদ/এসএডি