AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একাদশ শ্রেণি ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় মাত্র দুই দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫১ এএম, ৩১ আগস্ট, ২০২৫

একাদশ শ্রেণি ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় মাত্র দুই দিন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করার সুযোগ মিলছে। এ ধাপ চলবে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরপর নতুন করে আবেদন গ্রহণ করা হবে কি না তা নিশ্চিত নয়। তাই যারা এখনো কলেজ পাননি বা পছন্দের কলেজে ভর্তির চেষ্টা করতে চান, তাদের এ ধাপেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হয় ২৮ আগস্ট রাতে। এতে ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিলেন ১ হাজার ৪১৮ জন।

প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছিল ২০ আগস্ট রাতে। সে ধাপে কলেজ পাননি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী; এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৭৬৫ জন।

ভর্তি কমিটির তথ্যমতে, প্রথম দুই ধাপে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৯৯ শতাংশই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। বৈধ কলেজগুলোর মধ্যে ৯৫ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছে, তবে ৫ শতাংশ কলেজে কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ নেননি।

নীতিমালা অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!