AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৯ এএম, ৩১ আগস্ট, ২০২৫

আজ বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ (রোববার) বিকেলে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিকেল ৩টায় বিএনপির সঙ্গে বৈঠক হবে। এরপর বিকেল সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের এ প্রতিশ্রুতি অটল থাকবে। নির্বাচন বিলম্বিত বা বানচালের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় কোনো অশুভ শক্তিকে বাধা দিতে দেওয়া হবে না।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!