AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, ৯ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

গেইল-শোয়েবের চোখে বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২১ পিএম, ২৯ জুন, ২০২৪
গেইল-শোয়েবের চোখে বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন

টি-২০ বিশ্বকাপের ফাইনাল আজ। এবারের আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপায় চোখ রেখে বার্বাডোজে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নামবে দুই দল। বিশ্বকাপের শিরোপার লড়াইয়ের আগে চ্যাম্পিয়ন দল বাছাই করেছেন উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল ও পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

আইসিসির এক ভিডিওতে গেইল বলেছেন, ‘এটি (ফেবারিট কারা) বলা কঠিন, যেখানে দুই দলই দারুণ এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলে এসেছে পুরো টুর্নামেন্টে। তাদের জন্য ফাইনালই উপযুক্ত মঞ্চ।’ 

উইন্ডিজদের হয়ে দু’বারের টি-২০ বিশ্বকাপজয়ী গেইল আরো বলেন, ‘আমার ক্যারিয়ারে অনেক অর্জন আছে, কিন্তু টি-২০ বিশ্বকাপে দুটি আংটির মতো কিছু নয়, সবচেয়ে উল্লেখযোগ্য। এগুলো অনেকটা সুপার বোল আংটির মতো এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পর্বতে ওঠার মতোও শারিরীকভাবে সামর্থ্যের প্রমাণ। যখন সে (কন্যা) প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে, তাকে উইন্ডিজদের হয়ে জেতা দুটি রিং–ই দিয়ে দেব। ২০১২ এবং ২০১৬ বিশ্বকাপের পদকগুলো আমার মেয়ের হাতে তুলে দিতে তর সইছে না।’

গেইলের পাশাপাশি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল বাছাই করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, ‘ভারত ফাইনালে জায়গা করে নেয়ার যোগ্য দাবিদার। আমি অনেক দিন ধরেই বলে আসছি, তাদের সবশেষ দুটি বিশ্বকাপ জেতা উচিত ছিল। এই বিশ্বকাপও তাদের জেতা উচিত। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনাল খেলছে। আর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা ভয়ে থাকবে।’

চ্যাম্পিয়ন হতে ভারতকে পরামর্শও দিয়েছেন রাউয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা উচিত। আমি পান্ট ও রোহিতকে ওপেনিংয়ে দেখতে চাই। বিরাটকে তিনে খেলানো উচিত আমি মনে করি। সে তার চেনা পজিশনে ভালো ব্যাটিং করবে। সে ক্রিজে সময় নিতে পছন্দ করে, বাজে বলে রান নিতে অভ্যস্ত। আমার তাকে ভালো ওপেনার মনে হয় না। বিরাট তিনে খেললেই সমস্যা সমাধান হয়ে যাবে।’

এমনকি প্রোটিয়াদেরও শিরোপা জয়ের টোটকা দিয়েছেন শোয়েব, ‘যদি দক্ষিণ আফ্রিকা টসে জিতে, তাহলে তাদের উচিত ব্যাটিং করা। তাহলে জয়ের সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে।’ 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!