AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজঘরে সাকিব


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৫২ এএম, ২১ জুন, ২০২৪

সাজঘরে সাকিব

বাংলাদেশ দলের সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সুপার এইট পর্ব শুরু করতে চায় বাংলাদেশ।এমন ম্যাচে আগে ব্যাট  করে শুরুতেই তানজিদের উইকেট হারায় বাংলাদেশ।   

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৫ উইকেটে ১০১ রান।হৃদয় ২০ রানে ব্যাট করছেন ।

এর আগে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

২০০৭ সালে প্রথম আসরের পর এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ব্যর্থতায় হতাশায় পুড়েছে ভক্তরা। এবারের আসরে কন্ডিশন পক্ষে থাকার কারণে দৃশ্যপট পাল্টে গিয়েছে। কন্ডিশনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশের বোলাররা।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। জাকের আলির পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদি। অস্ট্রেলিয়ার একাদশেও এসেছে দুই পরিবর্তন। ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। 
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।


অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

একুশে সংবাদ/ এস কে

 

 

Link copied!