ক্রিকেট খেলার টুকিটাকি

১. শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন এখন পর্যন্ত একমাত্র খেলোয়ার যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ৯ উকেট পেয়েছিলেন ৫১ রান খরচ করে।

২. টেস্ট ক্রিকেটে ১৯৫৬ সালের ২৬ জুলাই এক টেস্ট ম্যাচে দুই ইনিংসে ১৯ উকেট পেয়েছিলেন ইংল্যান্ডের স্পিন বলার জিম লেকার।

তিনি দুই ইনিংসে ৬৮ ওভার বল করে ৯০ রান দিয়ে ১৯ উকেট পেয়েছিলেন। যার গড় ছিল পার ওভার ১.৩২। এই ৬৮ ওভারের মধ্যে তিনি ২৭ ওভার মেডেন নিয়ে ছিলেন।

একুশে সংবাদ/ এসএডি