AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল উগান্ডা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১৬ এএম, ৬ জুন, ২০২৪
বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল উগান্ডা

টি-২০ বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো আইসিসির সর্বোচ্চ কোনো টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমেছে উগান্ডা। নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে শোচনীয় পরাজয় বরণ করে দলটি। তবে পরের ম্যাচেই স্মরণীয় এক জয়ের দেখা পেয়েছে তারা।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে উগান্ডার বোলারদের তোপে ১৯.১ ওভারে ৭৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউ গিনি। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় উগান্ডা। হাতে ছিল আরো ১১ বল।

রান তাড়া করতে নেমে মাত্র ৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল উগান্ডা। সেখান থেকে দলের হাল ধরেন রিয়াজাত আলী শাহ। মূলত তার ব্যাটিং দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছায় আফ্রিকার দেশটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন এ ব্যাটার।

চার্লস আমিনির বলে সিঙ্গেল নিয়ে দলের অবিস্মরণীয় জয় নিশ্চিত করেন ওয়াইসওয়া। পিএনজির হয়ে ভানুয়া ও নাও দুটি এবং আসাদ ও সোপার একটি করে উইকেট নেন।

এর আগে আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। প্রথম ওভারে রানের খাতা খলার আগেই পিএনজি অধিনায়ক আসাদ ভালাকে ফেরান রামজানি। তখন থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পিএনজি।

দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। এছাড়া লেগা সিয়াকা ও কিপলিন ডরিগা দুজনেই ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। উগান্ডার রামজানি, কেয়ুটা, মিয়াজি ও নুবুগা প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!