বাংলাদেশের ফুটবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি বড় নাম। সাম্প্রতিক সময়ে তরুণ ফুটবলারদের নিয়ে চমক দেখাচ্ছে সাদা কালো দল। দীর্ঘ ১৪ বছর পর প্রিমিয়ার লিগে রানার্স আপ হয়ে লিগ শেষ করলো সাদা-কালোরা। লিগের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে লিগ শেষ করেছে মোহামেডান ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয়।
এদিন ম্যাচের দ্বাদশ মিনিটে লিড পায় আবাহনী। জামাল ভূঁইয়ার কর্নারে ফ্লিক হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো রোচা। সমতায় ফিরতে বেশি সময় লাগেনি আলফাজ আহমেদের দলের। ২৯ মিনিটে মোজাফ্ফরভের কর্নারে এমানুয়েল টনি ঠিকঠাক হেড করতে পারেননি, ডিফেন্ডাররাও পারেনি ক্লিয়ার করতে। জটলার ভেতর থেকে শরীর ঘুরিয়ে সাইড ভলিতে জাল খুঁজে নেন আরিফ হোসেন।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে আবাহনী। ৫৮তম মিনিট বাম দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা কর্নেলিয়াসের শট পোস্ট কাঁপিয়ে ফেরে। ৮৪তম মিনিটে দিয়াবাতে জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি।
ছয় মিনিট পর মোজাফ্ফরের বুদ্ধিদ্বীপ ছোট ফ্রি কিকের পর কয়েক জনের পা ঘুরে বল পেয়ে যান আরিফ। কোনাকুনি শটে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন তিনি।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

