বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কার্যক্রম প্রচারের জন্য এবং বাগেরহাট-৪ আসনের সাবেক সহ-সভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালেই মোরেলগঞ্জ পৌরসভা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে অংশ নেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক আব্বাস মুন্সি, সাবেক যুগ্ন আহবায়ক সামাদ হোসেন ফকিরসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
এ সময়ে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন উপস্থিত তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে প্রদানের আহ্বান জানান।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে