AB Bank
ঢাকা শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৩০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

লিটনের বাদ পড়া বিষয় নিয়ে যা বললেন হাথুরু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:১৬ পিএম, ১৮ মার্চ, ২০২৪
লিটনের বাদ পড়া বিষয় নিয়ে যা বললেন হাথুরু

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দলে ছিলেন লিটন দাস। তবে ফর্মের কারণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জায়গা হয়নি এই ওপেনারের। সোমবার সিরিজের শেষ ম্যাচ শুরুর আগে লিটনের বাদ পড়া নিয়ে কথা বলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘লিটনের অভিজ্ঞতা সবসময়ই মূল্যবান। সে এমন একজন খেলোয়াড় যে কোনো সময় নেমে ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারে। তবে সেটা বললেও, কিছু সময় সে ফর্মে নেই। ফলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সামনে তাকাতে হচ্ছে।’

এর আগে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে লিটনকে বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘সিরিজ চলমান থাকায় পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটনকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে। আরেকজন ওপেনার আছে সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তাই এই জায়গায় আবারও কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি।’

প্রধান নির্বাচক আরো বলেন, ‘এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা কোচ-অধিনায়কের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়। সেখানে অনিককে মনে করেছি যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, ডিপিএলেও রান পেয়েছে সে। মিডল অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।’

একুশে সংবাদ/এস কে

Link copied!