শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে সাবান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার তিনানী ক্লাস্টারের আওতাধীন বনগাঁও পূর্বগ্রাম সমিতির অফিস ঘরে রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (RELI) প্রকল্পের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ কার্যক্রমের আয়োজন করে।
গ্রাম সমিতির সভাপতি বানেছা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা রুমান আহম্মেদ, মেজবাউল মোকাম রবিন, ক্লাস্টার অফিসার বলরাম চন্দ্র ঘোষ ও ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি আশরাফুল ইসলাম পলাশ বলেন, “মানুষকে স্বাস্থ্যসচেতন করতে হলে সবচেয়ে আগে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। হাত ধোয়া শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি সামাজিক দায়িত্বও বটে। নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে আমরা সংক্রামক রোগ থেকে পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে পারি। এসডিএফ’র এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিচ্ছন্নতা রক্ষা এবং নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। উপস্থিতদের হাতে-কলমে হাত ধোয়ার ছয়টি ধাপ প্রদর্শন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাত্রা নিশ্চিত করতে এসডিএফ এ কার্যক্রম গ্রহণ করেছে।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগিতায় এসডিএফ এ প্রকল্প বাস্তবায়ন করছে। কার্যক্রমে সহযোগিতা করছে আরইএলআই এবং তিনানী ক্লাস্টার, শেরপুর।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে