AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্তি ও বিতরণ


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
১২:৩৯ পিএম, ৩১ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুরে মাছের পোনা অবমুক্তি ও বিতরণ

২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়, প্লাবনভূমি ও অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্তি কার্যক্রম ও পোনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তির মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরীসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে মাছের পোনা তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, রাজস্ব বাজেটের আওতায় এ বছর সদর উপজেলার ২৬টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও পিয়ারাপুর রহমতখালী খালে মোট ৪২৫ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তি করা হবে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিভাগ প্রতি বছরই এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

 


একুশে সংবাদ/ল.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!