AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রুতুরাজের মুকুটে এবার নতুন পালক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪২ পিএম, ৪ ডিসেম্বর, ২০২৩
রুতুরাজের মুকুটে এবার নতুন পালক

গত ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। তীরে এসেই ডুবেছিল তরী! বিশ্বকাপ ফাইনালে  উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া  ছয় উইকেটে জিতে ষষ্ঠবারের জন্য় বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ফাইনালের ঠিক চারদিনের মধ্য়েই মাঠে নেমে পড়েছিল টিম ইন্ডিয়া।

শুরু হয়ে যায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ। গত শুক্রবার এক ম্য়াচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল সূর্যকুমার যাদব অ্যান্ড কোং। হেরে যায় ম্যাথিউ ওয়েডের  অস্ট্রেলিয়া। গত রবিবার অর্থাৎ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্য়াচে খেলতে নেমেছিল দুই দল। চলতি সিরিজের পঞ্চম তথা শেষ ম্য়াচ ছিল এটি। টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্য়াট করতে পাঠিয়েছিল ভারতকে। নির্ধারিত ওভারে সূর্যবাহিনী আট উইকেটে ১৬০ রান তুলেছিল। জবাবে ওয়েডের টিম ১৫৪/৮ গুটিয়ে গেল। আর এই ম্য়াচেই ইতিহাস লিখেছেন তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়।

রুতুরাজের মুকুটে ফের যুক্ত হল নতুন পালক। বেঙ্গালুরুতে রুতুরাজ হয়তো ১২ বলে ১০ রান করেই আউট হয়েছেন, কিন্তু তাতেও তাঁর রেকর্ড কেউ আটকাতে পারেনি। পাঁচ ম্য়াচের সিরিজে মারাঠি ক্রিকেটারের ব্য়াট থেকে এসেছে ২২৩ রান। ৫৫.৭৫-এর গড়ে ব্য়াট করেছেন তিনি। ইতিহাস বলছে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক টি২০আই সিরিজে বিশ্বের আর কোনও ব্য়াটার এত রান করেননি। রুতুরাজই চলে গেলেন মগডালে। তিনি টপকে গেলেন নিউ জিল্য়ান্ডের মার্টিন গাপটিলকে। তাঁর ঝুলিতে ছিল ২১৮ রান। যা তিনি ২০২১ সালে নিউ জিল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্য়াচের টি২০ সিরিজ।

দ্বিপাক্ষিক টি২০আই সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানশিকারি পাঁচ ব্য়াটারদের তালিকায় রুতুরাজ চলে এলেন তিনে। একে আছেন বিরাট কোহলি (ইংল্য়ান্ডের বিরুদ্ধে ২০২১ সালে বিরাট পাঁচ ম্য়াচের সিরিজে করেছিলেন ২৩১ রান), দুয়ে কেএল রাহুল (নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে ২০২০ সালে ২২৪ রান করেছিলেন পাঁচ ম্য়াচের সিরিজে), তিনে রুতুরাজ (পরিসংখ্য়ান আগেই দেওয়া হয়েছে), চারে ঈশান কিশান (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালে ২২৩ রান করেছিলেন পাঁচ ম্য়াচের সিরিজে), পাঁচে শ্রেয়স আইয়ার (শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২২ সালে ২০৪ রান করেছিলেন তিন ম্য়াচের সিরিজে)
 

একুশে সংবাদ/এস কে 

Link copied!