২০১৭-২০২৪ সালের মধ্যে ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবি নিয়ে চরফ্যাশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চরফ্যাশন শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, চরফ্যাশনের আয়োজনে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক মামুন আলম, মোহাম্মদ নুরুন নবী আল মামুন, প্রভাষক বাহারুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুল আলম, ইসমাইল, হোসেন ও আব্দুল্লাহ হাসান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে দীর্ঘকাল ধরে দেশের সংখ্যাগুরু মানুষের আস্থা ও ভরসার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু গত সময়ে অনিয়ম ও দখলের কারণে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তারা বলেন, আগের সরকারের সময় কিছু অনিয়মকারী দলের প্রভাবের ফলে ব্যাংকে বেশ অনেক অদক্ষ ও অবৈধ নিয়োগ হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে পটিয়া এলাকা থেকে বড়সংখ্যক প্রার্থীর নিয়োগ উল্লেখ করা হচ্ছে। এসব নিয়োগের ফলে ব্যাংকের সেবা ও প্রশাসনিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বক্তারা দাবি করেন—অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের জরুরি ভিত্তিতে ছাটাই করতে হবে, ব্যাংকের বিরুদ্ধে সংঘটিত অর্থপাচার ও অনিয়মের সম্পৃক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং ব্যাংকের লুটপাটকৃত অর্থ গ্রাহকদের ফেরত দিতে হবে। যারা নিয়োগ যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলা হয়। সংগঠনের পক্ষ থেকে বলেন, ব্যাংককে পুনরায় সুষ্ঠু, পেশাদার ও শরীয়ানুগ পরিচালনার মাধ্যমে মর্যাদার আসনে ফিরিয়ে আনা হবে।
মানববন্ধনে প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে