AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজেদের জিনিসপত্র ট্রাকে ওঠালেন রিজওয়ানরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৮ পিএম, ২ ডিসেম্বর, ২০২৩
নিজেদের জিনিসপত্র ট্রাকে ওঠালেন রিজওয়ানরা

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়া উড়াল দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে অজিদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শান মাসুদের দল। তবে বাইশ গজের লড়াইয়ের আগেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে মেন ইন গ্রিনদের।

শুক্রবার অস্ট্রেলিয়া পৌঁছার পর নিজেদের জিনিসপত্র নিজেদেরই বহন করে পাকিস্তানি ক্রিকেটাররা। এমনকি তাদের লাগেজ, ব্যাগ ও অন্যান্য মালামাল নিজেরাই ট্রাকে তুলেছেন। এমনকি সিরিজের আয়োজক অস্ট্রেলিয়া বাবর-শান মাসুদদের কোনো ধরনের অভ্যর্থনা জানায়নি।

পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাগ ট্রাকে তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, রিজওয়ানরা নিজেদের জিনিসপত্র ট্রাকে তুলছেন।

ক্রিকেটারদের এমন পরিস্থিতি দেখে কিছুটা হতাশা প্রকাশ করেছেন দেশটির ক্রিকেটপ্রেমীরা। এতে বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে দায়ী করেছেন তারা।

এক ভক্ত ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য অসম্মানজনক কাজ। স্মরণ করুন, অস্ট্রেলিয়া দলকে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) রাষ্ট্রপতির প্রোটোকল দিয়েছিল।’

আরেকজন লিখেছেন, ‘আন্তর্জাতিক ইভেন্টে আয়োজক দেশের এমন কাজ অসম্মানের। সর্বোপরি, তাদের মৌলিক সুযোগ-সুবিধা দেওয়াটা তাদের কর্তব্য। হোটেল অথবা বাসস্থান সুবিধায় আওতায় মালামাল বহনের কাজটিও রয়েছে।’

আগামী ১৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার পার্থে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান। ২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে। ফাইনাল ম্যাচটি হবে আগামী বছরের ৩ জানুয়ারিতে সিডনিতে।

একুশে সংবাদ/এস কে  

Link copied!