নওগাঁর আত্রাইয়ে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং র্যালির আয়োজন করা হয়েছে। স্লোগান ছিল— “নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত আত্রাই গড়ি।”
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে উপজেলা মাঠ ও মসজিদ চত্বর ঘুরে আসে। পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকৌশলী নিশিত কুমার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নকর্মীরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

