রাজধানীতে জনদুর্ভোগ এড়াতে বিএনপি আগামীকাল মঙ্গলবারের ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বাতিল করেছে। এর পরিবর্তে দলটি নগরের পুকুর, খাল ও নালা পরিষ্কার করার কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, রাজধানীর নাগরিকদের দুর্ভোগ বাড়ানোই বিএনপির উদ্দেশ্য নয়। তাই র্যালি বাতিল করে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, সকাল থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে নালা ও খাল পরিষ্কার করবেন। রিজভী সাধারণ মানুষকেও অংশগ্রহণের আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

