বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের আয়োজনে ‘ওয়ালটন কাপ নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৩’ ঢাকার পল্টন ময়দানে বৃহস্পতিবার শুরু হয়েছে। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, এসকেএসপি ও গুলনাজ ওয়ারিওর্স অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ পুলিশ ১৬-০১ পয়েন্টে এসকেএসপিকে হারিয়ে ফাইনালে উঠেছে। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ আনসার ১৫-০৬ পয়েন্টে গুলনাজ ওয়ারিওর্সকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী শনিবার সকাল ৮টায় ফাইনাল খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসি এর জ্যোষ্ঠ নির্বাহী পরিচালক জনাব ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, নারী বেসবল টুর্নামেন্ট কমিটির সদস্য মিসেস ইরাম আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর জনাব মেহরাব হোসেন আসিফ সহ বিবিএসএ’র কর্মকর্তাগণ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :