AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁও এসএ কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
১১:১১ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও এসএ কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি জব্দ করা হয়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে একটি কার্টনে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবার ট্যাবলেটগুলো কসটেপে মুড়িয়ে চট্টগ্রাম থেকে পাঠানো হয়। তবে যার ঠিকানায় পাঠানো হয়েছিল তার দেওয়া ফোন নম্বরে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

পরে সন্দেহ হলে কুরিয়ার কর্তৃপক্ষ প্রশাসনের সহায়তায় প্যাকেটটি খোলে। ভেতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্টন খোলেন। এ সময় তারা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ বলেন, “ইয়াবার একটি বড় চালান উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ চালান পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

Link copied!