অবৈধভাবে সার বেচাকেনা করতে গিয়ে ফাঁসলেন ক্রেতা ও বিক্রেতা উভয়েই। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে কোটচাঁদপুর উপজেলা গেটের সামনের একটি সারের দোকানে। অভিযানে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম।
জানা যায়, কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়নের বিসিআইসি সারের ডিলার “সরকার স্টোর”। ডিলার পয়েন্টটি এলাঙ্গী বাজারে অবস্থিত। মঙ্গলবার দুপুরে ওই ডিলার পয়েন্ট থেকে সরকার নির্ধারিত মূল্যে কৃষক সেজে সার কেনেন ইয়াদুল ইসলাম ও তুহিন আলী। পরে সেই সার বেশি দামে বিক্রি করতে যান উপজেলা গেটের সামনের সার বিক্রেতা “মেসার্স তাওহীদ এন্টারপ্রাইজ”-এর মালিক হাসিবুর রহমানের কাছে।
এ সময় কৃষি অফিসের কর্মকর্তাদের কাছে হাতে-নাতে ধরা পড়েন তারা। পরে ভ্রাম্যমাণ আদালতে দুই কৃষককে ১০ হাজার এবং দোকানিকে ১০ হাজার—মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে তারা এ কাজ করে আসছিল। মঙ্গলবার দুপুরে কৃষক সেজে তারা এলাঙ্গী ডিলার পয়েন্ট থেকে সরকার নির্ধারিত মূল্যে তিন ধরনের মোট ছয় বস্তা সার কেনে। এরপর সেগুলো বিক্রি করতে আসে উপজেলা গেটের সামনের মেসার্স তাওহীদ এন্টারপ্রাইজে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পাই। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর উদ্ধারকৃত সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মধ্যে বিক্রি করা হয়েছে।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে