জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি সংস্থাটির সমালোচনা করে দাবি করেন, শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনের বিতর্ক-পর্বে ট্রাম্প বলেন, জাতিসংঘের অসাধারণ সম্ভাবনা থাকলেও সংস্থাটি তা কাজে লাগাতে পারছে না। তিনি দাবি করেন, নিজ উদ্যোগে তিনি একাধিক সংঘাত বন্ধ করেছেন, এমনকি সাতটি যুদ্ধও থামিয়েছেন। এ সময় বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য।
ট্রাম্প আরও অভিযোগ করেন, কোনো ক্ষেত্রেই জাতিসংঘ তার প্রচেষ্টায় সহায়তা করেনি। ভাষণের শুরুতে তিনি কটাক্ষ করে বলেন, জাতিসংঘ থেকে তিনি শুধু একটি অকার্যকর লিফট ও খারাপ টেলিপ্রম্পটার পেয়েছেন।
একুশে সংবাদ/এ.জে