AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইংলিশদের হারিয়ে বড় জয় পেল নিউজিল্যান্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:২৮ পিএম, ৫ অক্টোবর, ২০২৩

ইংলিশদের হারিয়ে বড় জয় পেল  নিউজিল্যান্ড

চার বছর আগে যে ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল কিউইরা। সেই ইংলিশদের তুলোধুনো করে ভারত বিশ্বকাপ মিশন শুরু করলো টম লাথামের দল।ইংল্যান্ড যেভাবে ২৮২ রানের সংগ্রহ পেয়েছিল, তাতে কে জানতো এই সংগ্রহকে পাত্তাই দেবে না নিউজিল্যান্ড! তাতে নিউজিল্যান্ড জয় পেল ৯ উইকেটে, তাও আবার ১৩.৪ ওভার বাকি রেখে।

 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই মেরে খেলতে শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারের প্রথম বলে উইল ইয়ংকে হারিয়ে ধাক্কা খায় তারা। ধাক্কা সামলে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ইংলিশ বোলারদের ওপর চড়াও হতে থাকেন।

Devon Conway and Rachin Ravindra run between the wickets
সময় যত গড়াচ্ছিল, ততই আক্রমণাত্মক হয়ে ওঠছিলেন দুই কিউই ব্যাটার। মার্ক উড, ক্রিস ওকস, আদিল রশিদ ও মঈন আলিদের পিটিয়ে দ্রুতই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল তারা। মাত্র ১২.১ ওভারে স্কোর বোর্ডে ১০০ রান তুলে নিউজিল্যান্ড। রবীন্দ্র ও ডেভন কনওয়ে দুজনই ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। কনওয়ে সেঞ্চুরি করেন ৮৩ বলে। দলীয় ২০০ রান করতে তাদের লাগে মাত্র ২৮.৫ ওভার। রবীন্দ্র সেঞ্চুরি করেন কনওয়ের চেয়ে এক বল কম খেলে।


শেষ পর্যন্ত কনওয়ে ও রবীন্দ্র দুজনই অপরাজিত থাকেন। এরমধ্যে কনওয়ে করেছেণ ১৫২ রান। ১২১ বলে তার ইনিংসে আছে ১৯টি চার ও ৩টি ছয়ের মার। ৯৬ বলে রবীন্দ্র ১১ চার ও ৫ ছয়ে করেছেন ১২৩ রান।

 

এর আগে, জো রুটের হাফ-সেঞ্চুরি ও লোয়ার অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় আজ থেকে শুরু হওয়া ওয়ানডে বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রুট সর্বোচ্চ ৭৭ রান করেন। ইনিংসের শেষ দিকে লোয়ার অর্ডারে অষ্টম থেকে দশম উইকেট জুটিতে ৫৩ রান পায় ইংলিশরা।

Devon Conway and Rachin Ravindra put up a solid stand

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। পেসার ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে কোন রান নিতে না পারলেও, পরের ডেলিভারিতে লং লেগ দিয়ে ছক্কা আদায় করে নেন ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো।  ওভারে আরও ১টি চারে দলকে ১২ রান এনে দেন তিনি।


প্রথম ওভারে ১২ রান এলেও পরের দিকে রান তোলার গতি কমে যায় ইংল্যান্ডের। ৭ ওভার শেষে ৩৯ রান পায় ইংলিশরা। অষ্টম ওভারের চতুর্থ বলে আরেক ওপেনার ডেভিড মালানকে ১৪ রানে শিকার করে নিউজিল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন পেসার ম্যাট হেনরি।

 

ভালো শুরুর পরও বেশি দূর যেতে পারেননি বেয়ারস্টোও। ১৩তম ওভারে স্পিনার মিচেল স্যান্টনারের বলে আউট হবার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৫ বলে ৩৩ রান করেন বেয়ারস্টো।

Matt Henry reacts in the field

নিতম্বে  ইনজুরির কারনে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে না পারা বেন স্টোকসের জায়গায় ইংল্যান্ড একাদশে সুযোগ পেয়ে মারমুখী মেজাজে ইনিংস শুরু করেন হ্যারি ব্রুক। ১৭তম ওভারে প্রথমবারের মত আক্রমনে আসা নিউজিল্যান্ড স্পিনার রাচিন রবীন্দ্রর করা তৃতীয় ও চতুর্থ বলে বাউন্ডারি এবং পঞ্চম বলে ছক্কা মারেন ব্রæক। তবে ওভারের শেষ বলে ডেভন কনওয়েকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে  ৪টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২৫ রান করেন ব্রুক।


ব্রুকের বিদায়ে উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি মঈন আলি। অকেশনাল অপ-স্পিনার গ্লেন ফিলিপসের বলে বোল্ড হন ১৭ বলে ১১ রান করা মঈন। এতে ১১৮ রানে চতুর্থ উইকেটে পরিনত হয়  ইংল্যান্ড।

 

বড় জুটির লক্ষ্যে পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন জো রুট ও অধিনায়ক জশ বাটলার। তাদের হাফ-সেঞ্চুরির জুটিতে ২শর দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইংল্যান্ড। ৩৪তম ওভারে বাটলারকে ৪৩ রানে থামিয়ে নিউজিল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন হেনরি। ৪২ বলের ইনিংসে ২টি করে চার-ছক্কা হাকান বাটলার। জুটিতে ৭২ বলে ৭০ রান যোগ করেন রুট-বাটলার। এই জুটিতেই ৫৭ বল খেলে ওয়ানডেতে ৩৭তম হাফ-সেঞ্চুরির দেখা পান রুট।


বাটলারের বিদায়ের পর লিয়াম লিভিংস্টোনকে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা করেন রুট। কিন্তু সেটি বড় হতে দেননি বোল্ট। লং অফে হেনরিকে ক্যাচ দিয়ে ২০ রানে থামেন লিভিংস্টোন। জুটিতে ৩৩ বলে ৩৩ রান যোগ করেন লিভিংস্টোন-রুট।

 

হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টারত রুট ৪২তম ওভারে ফিলিপসের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ।  তবে আউট হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ৮৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ  ৭৭ রান করেন রুট।

Sam Curran reacts in the field
দলীয় ২২৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে রুট ফেরার পর লোয়ার অর্ডার ব্যাটারদের ৫৩ রান পায় ইংল্যান্ড। শেষ উইকেটে ২৬ বলে অবিচ্ছিন্ন ৩০ রান তুলেন আদিল রশিদ ও মার্ক উড। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ইংল্যান্ড।

 

লোয়ার অর্ডারে স্যাম কারান ১৪, ক্রিস ওকস ১১, আদিল রশিদ অপরাজিত ১৫ এবং মার্ক উড অনবদ্য ১৩ রান করেন। নিউজিল্যান্ডের হেনরি ৪৮ রানে ৩টি, স্যান্টনার ৩৭ রানে ও ফিলিপস ১৭ রানে ২টি করে উইকেট নেন।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!