AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৪ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

রোববার (২৮ সেপ্টেম্বর) দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, “মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের তিনজন সাহসী ফায়ার ফাইটারসহ চারজনের প্রাণহানি এক হৃদয়বিদারক ঘটনা। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “অগ্নি নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত নিজেদের জীবন বাজি রেখে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেন। আজকের এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দিল, তাদের কাজ কতটা ঝুঁকিপূর্ণ। তাদের ত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

প্রধান উপদেষ্টা নিহতদের পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন, “আপনাদের প্রিয়জনরা কেবল প্রাণ হারাননি, তারা জাতির জন্য আত্মোৎসর্গ করেছেন। পুরো দেশ তাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গী বিসিক এলাকার সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে চারজন দগ্ধ হয়ে মারা যান। নিহতরা হলেন—ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার নুরুল হুদা, ফায়ার ফাইটার মো. শামীম এবং দোকানকর্মী বাবু হাওলাদার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!