বাংলাদেশে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। শনিবার সন্ধ্যায় বোধনের মাধ্যমে উৎসবের যাত্রা শুরু হয়। আজ মহাষষ্ঠী, আগামীকাল মহাসপ্তমী। এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
পূজা মণ্ডপগুলোতে উলুধ্বনি, শঙ্খধ্বনি, কাঁসর-ঢাকের বাদ্য ও মন্ত্রোচ্চারণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেবী দুর্গাকে মণ্ডপে মাতৃরূপে আরাধনা করা হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবীর আগমন গজে (হাতি) এবং গমন দোলায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার প্রায় ১ হাজার ৯০০টি মণ্ডপে বেশি পূজা হচ্ছে। রাজধানী ঢাকায় পূজা হচ্ছে ২৫৯টি মণ্ডপে, যা গতবারের তুলনায় সাতটি বেশি।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জানান, অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনা হিসেবে দুর্গোৎসবের তাৎপর্য অনন্য।
এবার পূজার সূচি হলো—রবিবার মহাষষ্ঠী, সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী। বিজয়া উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে