AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এম্পোলি কোচ জানেত্তিকে বরখাস্ত করেছে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৭ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৩

এম্পোলি কোচ জানেত্তিকে বরখাস্ত করেছে

সিরি-এ লিগের নতুন মৌসুমে প্রথম কোচ হিসেবে বরখাস্ত হলেন এম্পোলির পাওলো জানেত্তি। মঙ্গলবার রোমার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হবার পরপরই জানেত্তিকে ছাঁটাই করেছে এম্পোলি। এবারের মৌসুমে এ পর্যন্ত চার ম্যাচ খেলেছে এম্পোলি।

 

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাওলো জানেত্তি ও তার দুই সহযোগী নিকোলা বেয়াতি ও ফ্যাবিও ট্রেনটিনকে সিনিয়র দলের কোচিং দায়িত্ব থেকে বরখাস্তের ঘোষনা দিচ্ছে এম্পোলি।’

 

ইতোমধ্যেই তিন মেয়াদে এম্পোলির দায়িত্ব পালন করা সাবেক কোচ অরেলিও আন্দ্রেজোলিকে জানেত্তির স্থলাভিষিতক্ত করা হয়েছে। বিবৃবিতে জানানো হয়েছে ৬৯ বছর বয়সী আন্দ্রেজোলি মৌসুমের শেষ পর্যন্ত এম্পোলির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

 

২০২২ সালের জুনে এম্পোলিতে যোগ দিয়েছিলেন ৪০ বছর বয়সী জানেত্তি। গত মৌসুমে সিরি-এ লিগে ১৪তম স্থানে থেকে ইতালিয়ান শীর্ষ লিগে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় এম্পোলি। তবে এবারের মৌসুমে প্রথম চার ম্যাচের একটিতেও এখন পর্যন্ত জয়ী হতে পারেনি। এই ম্যাচগুলোতে ১২ গোলের বিপরীতে দিয়েছে মাত্র এক গোল।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!