AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব: সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৭ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখব: সিইসি

সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পূর্ণ প্রস্তুতি রাখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমরা প্রস্তুতি নিয়ে রাখব, যেন নির্বাচন নিয়ে আমাদের দিকে কোনো দায় বা অভিযোগ না আসে।”

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান সিইসি। তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে রাষ্ট্রদূত সিইসির কক্ষে প্রবেশ করেন। তবে বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেবল প্রধান নির্বাচন কমিশনারই উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিলেন। আমি জানিয়েছি—এটি একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির আগে ভোট আয়োজনের বিষয়ে চিঠি দিয়েছেন। রমজানের আগেই নির্বাচন করতে হবে বলেছিলেন। সে অনুযায়ী আমরা প্রস্তুতি বাড়াচ্ছি।”

তিনি আরও বলেন, “বিভিন্ন টানাপড়েনের কারণে সময় নির্ধারণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আমরা চাই না, কারও কাছে যেন মনে হয় আমাদের প্রস্তুতি যথেষ্ট নয়। কোনো অবস্থাতেই দায়ভার নিতে রাজি নই।”

সিইসি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা দুজনেই দিয়েছেন।

মব কালচার প্রসঙ্গে তিনি বলেন, “ভোটের সময় যারা এমন পরিস্থিতি তৈরি করে তারা এলাকায় আর থাকে না। রাজধানীও ভোটের সময় অনেকটা ফাঁকা হয়ে যায়। তাই তাদের পাওয়া যায় না।”

গুজব প্রসঙ্গে প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এ দেশ গুজবের দেশ। গুজব ছড়ানো হয়, আবার ষড়যন্ত্রের নানা কথা আসে। আমি বলেছি—এসব কানে না নেওয়াই ভালো।”

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!