AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

তৃতীয় টেস্টে বাংলাদেশ ‘এ’ দলে মোমিনুল-রাব্বি-সোহানরা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:৫৯ পিএম, ২৬ মে, ২০২৩
তৃতীয় টেস্টে বাংলাদেশ ‘এ’ দলে মোমিনুল-রাব্বি-সোহানরা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের বিপক্ষে তৃতীয় ও শেষ অনানুষ্ঠানিক টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষনা করা হয়েছে। গতরাতে দল ঘোষণা করলেও অধিনায়কের নাম জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন- অধিনায়ক আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ ও রিপন মন্ডল।

 

বাদ পড়া সাত জনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মোমিনুল হক, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসানকে।

 

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের যুবাদের  মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়। আজ শেষ হওয়া দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট হারের লজ্জা পায় বাংলাদেশ।

 

আগামী ৩০ মে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।

 

বাংলাদেশ ‘এ’ দল : জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, মুশফিক হাসান ও ইরফান শুক্কুর।


একুশে সংবাদ.কম/সম