দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল অন্যরকম। কারণ দুই দলের ২৩৩ বলে ৫১৭ রানের ম্যাচে হয়েছে একাধিক রেকর্ড।
মাঠের রেকর্ডের বাইরেও আরও একটি ঘটনায় দর্শকদের মন জয় করে নিয়েছে। বাউন্ডারি লাইনের বাইরে এক শিশুর জীবন বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের তৃতীয় ওভারে সময় এ ঘটনা ঘটে। ওভারের শেষ বলে শট খেলেন কুইন্টন ডিকক। অফ সাইডে খেলা বল বাউন্ডারির দিকে যাচ্ছিল। সেই সময় সেভ করার জন্য বলের পেছনে ধাওয়া করেন পাওয়েল।
বলটি যখন বাউন্ডারির একেবারে কাছে ছিল তখন চারটি ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু হঠাৎই পাওয়েল দেখেন বাউন্ডারি লাইনে বাইরে দাড়িয়ে আছে ৫ বছরের একটি শিশু।
সেই শিশুকে বাঁচানোর জন্য পাস কাটিয়ে কোনও মতে বেরিয়ে যান তিনি। চার সেভ করা তো দূরের কথা নিজের দেহের ভারসাম্য হারিয়ে ফেলেন পাওয়েল। শিশুর সঙ্গে ধাক্কা না লাগিয়ে লোহার বোর্ডের সঙ্গে ধাক্কা খান ক্যারিবিয়ান এ অধিনায়ক। পরে কিছুক্ষণের জন্য পড়ে ছিলেন। তবে চোটটি গুরুতর না হওয়ায় কিছুক্ষণ পর মাঠে নামেন তিনি।
একুশে সংবাদ/ডে বা/সম