সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব আলী (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌকা ঘাট সংলগ্ন নলুয়ার হাওরে। নিহত রাকিব আলী ওই এলাকার অনর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে রাকিব আলী তার বাবার সঙ্গে নৌকাযোগে নলুয়ার হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে নৌকাটি হাওরে ছড়িয়ে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তখনই রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, রাকিবের শরীরের বিভিন্ন অংশ বিদ্যুতের তারের স্পর্শে পুড়ে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে হাওরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটি ও ঝুলে থাকা তার থেকে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। এই বিষয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
একুশে সংবাদ/সু.প্র/এ.জে