শুক্রবার (২৭ জানুয়ারি) চায়ের নগরীতে মাঠে গড়ালো বিশ ওভারের এই আসর। টস হেরে ব্যাটিংয়ে সিলেট। শুরুতে পাওয়ার ওভারের মধ্যেই পাঁচ উকেট হারিয়ে অনেকটা ব্যাকফুটে সুরমা পারের দলটি।
প্রথম ওভারেই ২ রান করে আজমত উল্লার বলে আউট হন ওপেনার টম মরিস। ও পরের ওভারে হাত খুলে খেলতে গিয়ে মেহেদী হাসানের বলে বাউন্ডারী লাইনে শোয়েবের ক্যাচে পরিণত হন শান্ত। করেন ৯ রান। এরপর তিন ০ দেখে সিলেটের ব্যাটাররা। তৌহিদ হৃদয় ০ রানে ফিরেন আজমউল্লার বলে এলবি হয়ে। তারপরের বলেই ০ রানে বোল্ড হয়ে আউট হন মুশফিক। আর জাকির তো সোহানের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজ ঘরে ফেরেন ০ রানে।
শেষ পর্যন্ত সিলেটের সংগ্রহ ৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩ রান।
আজ রয়েছে দুটি খেলা, দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। দু’দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বের। তবে সিলেট অনেকটা নির্ভার থাকলেও রংপুরের চাই জয়। আর নিজ ঘরে সিলেট চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।
এমন দিনের প্রথম খেলায় আজ টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর রাইডার্স। আজকের খেলায় তাই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠের লড়াইয়ে নেমেছে রংপুর ও সিলেট।
সন্ধ্যা ৭টায় দিনের অন্য ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফী-মুশফিকদের সিলেট। আজকের ম্যাচে জয় নিয়ে টেবিল টপার সিলেটকে আরও শক্ত অবস্থানে নিতে চান অধিনায়ক মাশরাফী।
অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাকিব-মিরাজদের বরিশাল। এছাড়া কুমিল্লা ও রংপুর ৮ ও ৬ পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। আর সমান করে ৪ পয়েন্ট নিয়ে শেষের দিকে অবস্থান করছে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম।
যে একাদশ নিয়ে নামলো দুই দল
সিলেট স্ট্রাইকার্স:
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, টম মুরস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব, মাশরাফী মোর্ত্তজা, মোহাম্মাদ আমির ও রেজাউর রহমান রাজা
রংপুর রাইডার্স:
মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহেদী হাসান, শোয়েব মালিক, শামীম হোসেন, রবিউল হক, মোহাম্মদ নওয়াজ, নুরুল হাসান, আজমতুল্লাহ ওমরজাই, হারিস রউফ ও হাসান মাহমুদ।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :