AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএল মিনি নিলামে কে কোন দলে?


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৪৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
আইপিএল মিনি নিলামে কে কোন দলে?

২৯১ জন ক্রিকেটার। অগুণতি তারকা। ১৬৪ ভারতীয় প্লেয়ার। আটটা ফ্র্যাঞ্চাইজি। স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সারা ক্রিকেট দুনিয়ার চোখ চেন্নাইয়ের পাঁচতারা হোটেলের দিকে। যেখানে হচ্ছে আইপিএল-১৪-র মিনি নিলাম। তবে এতএত তারকার ভীড়ে দল পাবেন মাত্র ৬১জন ক্রিকেটার।

২২জন বিদেশি ৩৯ ভারতীয় ক্রিকেটারকে নিলাম থেকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ২২জন বিদেশির মধ্যে বাংলাদেশের আছেন ৫জন। এরা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

নিলামের প্রথম সেট থেকে দল পেয়েছেন স্টিভ স্মিথ। তাকে ২ কোটি ২০ লক্ষ রুপিতে দলে নিয়েছে দিল্লী ক্যাপিটেলস। ১৪.২৫ কোটি রুপিতে গ্লেন ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই অলরাউন্ডারকে নিতে হাড্ডাহাড্ডি লড়াই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি। 

অলরাউন্ডারদের ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মঈন আলিকে ৭ কোটি দিয়ে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।

৪ কোটি ৪০ লক্ষ রুপিতে রাজস্থান রয়্যালস নিয়েছে শিভাম দুবে। ক্রিস মরিসকে নিতে লড়াই চলেছে ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়ালস এবং মুম্বাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত ১৬ কোটি ২৫ লক্ষ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়ালস। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার এখন মরিস। দেড় কোটি রুপিতে ডেভিড মালানকে নিয়েছে পাঞ্জাব কিংস। 

তৃতীয় সেটে বিক্রি হয়নি কোনো উইকেটরক্ষক। চতুর্থ সেটে অ্যাডাম মিলনকে ৩ কোটি ২০ কোটি রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ১৪ কোটিতে পাঞ্জাব দলে নিয়েছে ঝেই রিচার্ডসনকে। 

৫ কোটি রুপিতে নাথান কুল্টার নাইলকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক কোটি রুপিতে উমেশ যাদবকে নিয়েছে দিল্লী ক্যাপিটেলস। ২ কোটি ৪০ লক্ষ রুপিতে পীযুষ চাওলাকে নিয়েছে মুম্বাই। আন ক্যাপড ক্যাটাগরি থেকে শাহরুখ খানকে দলে নিয়েছে পাঞ্জাব। ২০ লক্ষ রুপি ভিত্তিমূল্যে নিলামে ওঠা এই তরুণকে ৫ কোটি ২৫ লক্ষ রুপি দিয়ে দলে নেয় পাঞ্জাব।  

৮ দলের রিটেইন ক্রিকেটারের তালিকা:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
রিটেইন ক্রিকেটার: বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, দেবদূত পাড্ডিকাল, মোহাম্মদ সিরাজ, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জশুয়া ফিলিপ, পবন দেশপাণ্ডে, শাহবাজ আহমাদ, অ্যাডাম জাম্পা।

নিলাম থেকে- গ্লেন ম্যাক্সওয়েল। 

সানরাইজার্স হায়দরাবাদ:
রিটেইন ক্রিকেটার: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অভিষেক শর্মা, বাসিল থাম্পি, ভুবনেশ্বর কুমার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনীষ পান্ডে, মোহাম্মদ নবি, রশিদ খান, সন্দীপ শর্মা, শাহবাজ নাদিম, শ্রীভাত গোস্বামী, সিদ্ধার্থ কৌউল, খলিল আহমেদ, থাঙ্গারাসু নাটারাজন, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আবদুল সামাদ, মিচেল মার্শ, প্রিয়াম গার্গ, বিরাট সিং।

নিলাম থেকে-

দিল্লি ক্যাপিটেলস: 
রিটেইন ক্রিকেটার: শ্রেয়াস আয়ার (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আভিষ খান, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবদা, পৃথ্বী শ, রবিচন্দ্রন আশ্বিন, ঋষভ পান্ত, শিখর ধাওয়ান, ললিত যাদব, মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ড্যানিয়েল স্যামস, অ্যানরিক নরকিয়া।

নিলাম থেকে- স্টিভ স্মিথ, উমেশ যাদব। 

কলকাতা নাইট রাইডার্স:
রিটেইন ক্রিকেটার: দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লুকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিংকু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, ইয়ন মরগান (সি), প্যাট কামিন্স, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী।

নিলাম থেকে-সাকিব আল হাসান। 

রাজস্থান রয়্যালস:
রিটেইন ক্রিকেটার: সাঞ্জু স্যামসন, বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, রাহুল তেওতিয়া, মহিপাল লোমার, কার্তিক তিয়াগী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাত, মায়াঙ্ক মার্কান্ডে, জয়স্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মানান ভোহরা, রবিন উথাপ্পা।

নিলাম থেকে- শিভাম দুবে, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন শাকারিয়া।

পাঞ্জাব কিংস:
রিটেইন ক্রিকেটার: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মানদীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রভাসিমরন সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নলকান্দে, রবি বিষ্ণ, মুরুগান অশ্বিন, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, কিশান পোরেল। 

নিলাম থেকে- ডেভিড মালান, ঝেই রিচার্ডসন, রিলে মেরেডিথ।

মুম্বাই ইন্ডিয়ান্স:
রিটেইন ক্রিকেটার: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিশান, ক্রিস লিন, আনমলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, আদিত্য তারে, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, অনুকুল রায়, জসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহার, জয়ন্ত যাদব, ধাওয়াল কুলকার্নি, মহসিন খান।

নিলাম থেকে- অ্যাডাম মিলনে, নাথান কুল্টার নাইল, পীযুষ চাওলা। 

চেন্নাই সুপার কিংস:
রিটেইন ক্রিকেটার: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, কেএম আসিফ, দীপক চাহার, ডোয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, নারায়ন জগদীশন, কর্ণ শর্মা, লুঙ্গি এনগিদি, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াদ, শার্দুল ঠাকুর , জশ হ্যাজেলউড, আর সাই কিশোর, স্যাম কারান। 

নিলাম থেকে- মইন আলি, কৃষ্ণাপ্পা গৌতম। 


(নিলাম এখনও চলছে....)

একুশে সংবাদ/ক/আ

Link copied!